Site icon The Bangladesh Chronicle

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন গ্যারেথ বেল

গ্যারেথ বেল – ছবি : সংগৃহীত


রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ওয়েলশ ফরোয়ার্ড গ্যারেথ বেল। এ মাসেই রিয়াল মাদ্রিদ-এর সাথে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ৯ বছর স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়ন দলটির হয়ে খেলার পর কোনো পক্ষই চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছাপ্রকাশ করেনি। সে কারণেই এই ক্লাবকে বিদায় জানালেন গ্যারেথ বেল। তিনি এরপর কোন ক্লাবে যোগ দেবেন, সেটা এখনো জানা যায়নি।

২০১৩ সালে তিনি ইংল্যান্ডে বিখ্যাত ফুটবল ক্লাব টটেনহাম হটস্পার ছেড়ে যখন রিয়াল মাদ্রিদ-এ যোগ দেন, তখন বিশ্ব ফুটবলে আলোড়ন তৈরি হয়েছিল। ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থে দলবদল করার রেকর্ড গড়েন তিনি। রিয়াল মাদ্রিদ-এর হয়ে তিনি দুর্দান্ত সাফল্য পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যারেথ বেল বলেন, ‘আমার অতীত ও বর্তমানের সতীর্থ, কোচ, মাঠের বাইরের কলাকুশলী এবং সমর্থকদের মধ্যে যারা আমাকে সমর্থন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়ে তাদের উদ্দেশে আমি এ বার্তা দিচ্ছি।’

‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নপূরণ করতে ৯ বছর আগে আমি এ ক্লাবে পা রাখি। ঐতিহ্যবাহী সাদা জার্সিতে ক্লাবের ব্যাজ বুকে ধারণ করে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলে শিরোপা জিততে এবং যার জন্য এ ক্লাব সুপিরিচিত, সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম’।

‘আমি এখন পেছনে তাকিয়ে সততার সাথে বলতে পারি, আমার এ স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার পাশাপাশি আমি আরো বেশি কিছু পেয়েছি।’

‘ক্লাবের ইতিহাসের অংশ হওয়া এবং এখন পর্যন্ত খেলোয়াড় হিসেবে অর্জিত সাফল্য আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা এবং আমি তা কখনোই ভুলব না।’

‘রিয়াল মাদ্রিদের হয়ে আমাকে খেলার সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, হোসে অ্যাঞ্জেল সানচেজ এবং বোর্ডের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই একত্রে এমন কিছু মুহূর্ত সৃষ্টি করেছি যা ক্লাব এবং ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।’

‘এটা খুবই সম্মানজনক ছিল। সবাইকে ধন্যবাদ। আলা মাদ্রিদ’।

সূত্র: এই সময়

Exit mobile version