প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দী রুশ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার মস্কোতে পা রাখে হামাসের প্রতিনিধি দলটি।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রতিনিধি দলটির মধ্যে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুকও আলোচনায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে। এর পর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরের বোমাবর্ষণ করছে ইসরায়েল। এই হামলায় ৭ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও শিশু।
সূত্র : সমকাল