Site icon The Bangladesh Chronicle

রাজশাহীতে শিবির নেতা নিহতের ঘটনায় লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা

mzamin

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানের (২৮) মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নগরের বোয়ালিয়া থানায় নিহত আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম (২১) বাদী হয়ে মামলাটি করেন। বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলী রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।

ওই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে অন্যান্যরা হলেন-রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, তার ভাই জেডু সরকার, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ, যুবলীগ কর্মী জহিরুল হক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ও শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুম মুবীন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগে নগরের আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন আলী রায়হান। পরে ৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান।

manabzamin

Exit mobile version