ঢাকা
রাজনৈতিক সহিংসতায় গত মার্চ মাসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩৩ জন। আর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ৯৭টি। গত ফেব্রুয়ারিতে ১০৪টি সহিংসতার ঘটনায় নয়জন নিহত হয়েছিলেন।
গতকাল বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এইচআরএসএস বলছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল ঘিরে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে।
সংগঠনির তথ্য অনুযায়ী, মার্চে বিএনপির অন্তর্কোন্দলে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০২ জন। বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন। বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ জন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। আওয়ামী লীগের অন্তর্কোন্দলে একজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এনসিপির অন্তর্কোন্দলের দুটি ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পাঁচটি ঘটনা ঘটেছে অন্যান্য দলের মধ্যে। নিহত ২৩ জনের মধ্যে বিএনপির ১৮ জন। ৯৭টি সহিংসতার ঘটনার ৮৮টিই ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে।
মার্চে অন্তত ৪১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও এইচআরএসএস সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।