Site icon The Bangladesh Chronicle

রাজধানীতে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ কিশোর

কাগজ কুড়াতে গিয়ে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ কিশোর –

ঢাকার খিলগাঁও এলাকায় ড্রেন অর্থাৎ নর্দমায় পড়ে নিখোঁজ এক কিশোরকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছেন দমকল বাহিনীর ডুবুরিরা। মঙ্গলবার সকালে কিশোরটি পা পিছলে ওই নর্দমায় পড়ে গিয়ে নিখোঁজ হয় বলে জানাচ্ছে পুলিশ।

ওই কিশোরের নাম এবং পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্য পুলিশ এখনো জানাতে পারেনি।

পুলিশ বলছে, ছেলেটির বয়স ১৪ থেকে ১৫ বছর হবে। তবে ওই কিশোরের পরিবারের কোনো সদস্যকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুকুল আলম বিবিসিকে বলেছেন, সকাল সাড়ে দশটার দিকে ছেলেটি ওই নর্দমার পাশে কাগজ কুড়াচ্ছিল।

সকাল থেকে বৃষ্টি হওয়ায় জায়গাটা পিচ্ছিল হয়ে ছিল, কাগজ কুড়ানোর কোনো একপর্যায়ে কিশোরটি পা পিছলে নর্দমায় পড়ে যায়।

ওসি আরো বলেন, পড়ার পর মুহূর্তের মধ্যেই ড্রেনের স্রোতে তলিয়ে যায় ছেলেটি। কাছের দোকান থেকে কয়েকজন মানুষ আসতে আসতে সে পুরোপুরি ডুবে যায়। এরপরই মানুষজন পুলিশে খবর দেয়।

ফায়ার সার্ভিস খিলগাঁও স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ রোমি বলেছেন, উদ্ধারকাজে দমকল বাহিনীর ডুবুরি দল কাজ করছে।

যে নর্দমায় ছেলেটি পড়ে গেছে, সেটি খিলগাঁওয়ের তিল্পাপাড়া এলাকার সাত নম্বর গলিতে অবস্থিত।

ফায়ার সার্ভিস বলছে, এটি এক সময় খাল ছিল এবং এটি বেশ গভীর বলে তাদের ধারণা।

তবে খালটি দীর্ঘ নয়। এর সাথে সুয়ারেজ লাইনের সংযোগ আছে।

ফলে নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে কত সময় লাগবে সে সম্পর্কে কোনো ধারণা নেই দমকল বাহিনীর কর্মীদের।
সূত্র : বিবিসি

Exit mobile version