Site icon The Bangladesh Chronicle

রমজানে ভারতীয় পণ্য বর্জনের ডাক গণ অধিকার পরিষদের

রমজানে ভারতীয় পণ্য বর্জনের ডাক গণ অধিকার পরিষদের

ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে পবিত্র রমজানে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। আগামী ৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ পাঁচদফা দাবিতে সমাবেশ উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত এক প্রচারণা সভায় রবিবার এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

রাজধানীর পল্টন এলাকায় এক পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, প্রতিদিনই নিত্যপণ্যের দর বাড়ছে। জনগণ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা কিনতে পারে না। জনজীবনে দুর্ভোগ, একটা নীরব দুর্ভিক্ষ চলছে। জনগণ দিশেহারা। সরকারের মন্ত্রীরা শুধু কথা বলছে, জিনিসপত্রের দাম কমাতে পারছে না। নিত্যপণ্যের দর জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার কোন উদ্যোগ নেই। আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে দাম কমাতে বাধ্য করতে আগামী ৮ মার্চ ঢাকা ও পরবর্তীতে জেলা পর্যায়ে সমাবেশ করবো।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, আপনারা জনসম্পৃক্ত ইস্যুতে রাজপথে নামুন। জনমত উপেক্ষা করে সরকার ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করেছে। জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি। এই ফাইভ পারসেন্ট সরকারকে ৯৫ ভাগ জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশে-বিদেশে কোথাও এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। শুধুমাত্র ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের বিরুদ্ধে গিয়ে এই সরকারকে একতরফা নির্বাচনে সহযোগিতা করেছে। ভারত বাংলাদেশের গণতন্ত্রের পথে বড় বাধা। এজন্য দেশের জনগণ ইতোমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আগামী ঈদে কেউ ভারতীয় কাপড় কিনবেন না। দেশ বাঁচাতে ভারতীয় পণ্য বর্জন করুন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ৭০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে। আমাদের দাবি চালের দাম ৩০ টাকা, মসুর ডাল ৮০ টাকা ও তেলের দাম ১০০ টাকা করতে হবে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্ত এই সিন্ডিকেটের মূল হোতা সরকার। অবৈধ সরকার ক্ষমতায় থাকলে নিত্যপণ্যের দাম কখনোই কমবে না। জনগণের মুক্তির জন্য রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আগামী ৮ মার্চের সমাবেশে দেশের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান করছি।

পথসভার সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ দলটির নেতাকর্মীরা।

bangla outlook

Exit mobile version