Site icon The Bangladesh Chronicle

রমজানে নিত্যপণ্যের দাম কমানোর অনুরোধ এফবিসিসিআই’র

অর্থনৈতিক রিপোর্টার

(১৭ ঘন্টা আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। রোববার রমজান উপলক্ষে পণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এই অনুরোধ জানান তিনি ।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ উন্নত থেকে স্মার্ট যুগে প্রবেশ করছে। এই স্মার্ট বাংলাদেশে চুরি চলবে না। মাল বিক্রি করলে চালান অবশ্যই দিতে হবে। সভায় দেশের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা জানান, এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট হবে না। মতবিনিময় সভায় নিত্যপণ্য আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version