Site icon The Bangladesh Chronicle

রওশনের ঘোষণা আমলে নিচ্ছি না: মুজিবুল হক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকফাইল ছবি

জি এম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, একে আমলে নিচ্ছে না জাতীয় পার্টি (জাপা)।

জাপার মহাসচিব মুজিবুল হক আজ রোববার জরুরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই।

আজ বেলা পৌনে একটার দিকে ঢাকার গুলশানের বাসায় এক মতবিনিময় সভায় রওশন এরশাদ জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হককে বহিষ্কার ঘোষণা করেন। নিজেকে দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন তিনি।

বিষয়টি নিয়ে আজ বেলা আড়াইটার পর জাপার চেয়ারম্যানের কার্যালয় বনানীতে জরুরি সংবাদ সম্মেলন করে মুজিবুল হক বলেন, প্রতিটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। মুজিবুল হক মহাসচিব।

মুজিবুল হক বলেন, গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জি এম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

মুজিবুল হক বলেন, ‘আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তাঁর (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।’

এর আগে বহিষ্কারের ঘটনা ঘটলেও তাতে তৃণমূলের সমর্থন ছিল না। এবার আর আপনারা টিকতে পারবেন না—রওশনপন্থীদের এই বক্তব্যের বিষয়ে মুজিবুল হক বলেন, ‘অবান্তর কথা। এইগুলো একদম অশিক্ষিত মানুষের মতো….। গঠনতন্ত্রের বাইরে নিজের মনের মাধুরী মিশিয়ে যেকোনো ব্যক্তি যেকোনো কথা বলতে পারেন। এগুলোর কোনো ভিত্তি নেই।’

prothom alo

Exit mobile version