Site icon The Bangladesh Chronicle

যে কারণে নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২: ১৮

লিওনেল মেসির সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে পড়ায় ইয়াসিন চুকোকে নিষেধাজ্ঞা দিয়েছিল মেজর লিগ সকার (এমএলএস) ও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ কর্তৃপক্ষ। এবার লিগস কাপে নিষিদ্ধ করা হলো আর্জেন্টিনার অধিনায়কের দেহরক্ষীকে। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।

লিগস কাপে গত ৩১ জুলাই চেজে স্টেডিয়ামে ডেকে এনে আটলাসকে ২-১ গোলে হারায় ইন্টার মিয়ামি। ম্যাচ শেষে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। এ সময় মাঠে প্রবেশ করেন ইয়াসিন। পরিস্থিতি সামলাতে গিয়ে আটলাসের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সংস্পর্শ আসেন তিনি। তাতেই তার ওপর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

লিগ কাপের নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া এসব সংরক্ষিত এলাকায় প্রবেশ নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করায় ইয়াসিনকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএন। পাশাপাশি মিয়ামিকে অপ্রকাশিত অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে লিগস কাপ কর্তৃপক্ষ লিখেছে, ‘তদন্ত শেষে ইয়াসিনকে লিগস কাপের সব ধরনের টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ইন্টার মিয়ামিকে জরিমানা করা হয়েছে।’

এর আগে সম্প্রতি অল স্টার ইলেভেনের হয়ে না খেলার কারণে মেসিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এমএলএস কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরো একবার নিষেধাজ্ঞার খবর শুনতে হলো মেসিকে।

Exit mobile version