Site icon The Bangladesh Chronicle

যে কারণে দলে টিকে গেলেন শান্ত

Manabzomin

স্পোর্টস রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৪:২০ অপরাহ্ন

অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, দল থেকেও বাদ পড়ার সম্ভাবনা ছিল। কার্যত গতকালও বিসিবির বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল দলে জায়গা হারাচ্ছেন। তবে আজ দেখা গেলো আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলেও আছেন নাজমুল হোসেন শান্ত।

তাকে দলে রেখে দেওয়ার ব্যাখায় অভিজ্ঞতাকে কারণ হিসেবে দেখিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, ‘শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন! দলকে দেখলে অভিজ্ঞতা লাগে। সৌম্য আছে লিটন আছে এরপর বিস্তর ফারাক আছে..কিছু অভিজ্ঞতা তো দলে লাগেই।   এছাড়া নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কনরা আছেন। ক্রমান্বয়ে তারাও বিবেচনায় আসবেন।’

Exit mobile version