Site icon The Bangladesh Chronicle

যেদিন মা বোনের এই যন্ত্রণা ঘুচবে ঠিক তোমার কথা রাখবো।

NOVA in ATN   KOTHA RAKHBO

বল কি পেলাম আমি
কি পেলে স্বাধীনতা তুমি
কি পেলে এ দুর্ভাগা জন্মভূমি আমার

এই কি কথা ছিল
এ কথা কি আমি রেখেছিলাম
শুধু জয় জয়ন্তী উৎসব
প্রতারণা কি বারবার?
বীরশ্রেষ্ঠরা ফিরে এসো
মায়ের আকাশে কালো মেঘ আবার।।
যদি ভূখা-পেটো মানুষ দুমুঠ খেতে পায়
আমি ঠিক তোমার কথা রাখবো
দুঃখি মা’র বুকে শিশুগুলো দুধ খেতে পায়
আমি ঠিক তোমার কথা রাখবো
প্রতি মুহুর্তেই কেঊ লাশ হয়ে যায়
আমি কি করে তোমার কথা রাখবো?

আমি ঠিক তোমার কথা রাখবো
প্রতি মুহুর্তেই কেঊ লাশ হয়ে যায়
আমি কি করে তোমার কথা রাখবো?
স্বজন হারা মা’র আহাজারি থেমে যাক
আমি ঠিক তোমার কথা রাখবো
নিঃষ্পাপ রমনীর পরে
ফতোয়াবাজের লোভি দৃষ্টি যখনই এসে পড়ছে
ছলে বলে কৌশলে নির্বোধ মায়েদের
পাথর ছুড়েই তারা মারছে
লাজে হায় হায় এ জীবন রাখা দায়
মৃত্যুকে বুকে নিয়ে শুধু থাকবো
যেদিন মা বোনের এই যন্ত্রণা ঘুচবে
ঠিক তোমার কথা রাখবো।

Exit mobile version