ঢাকা
বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে জাতীয় সরকার, সর্বদলীয় সরকার বা নির্দলীয় সরকারের মধ্যে যেকোনো একটির মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রস্তাব রাখেন। মাওলানা ভাসানীর কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
‘প্রকৃত নির্বাচন’–এর জন্য শক্তিশালী নির্বাচন কমিশন দরকার। তা বর্তমান আইনে সম্ভব নয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের সভাপতি জাফরুল্লাহ চৌধুরী। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, বিচারপতি নাজমুন আরা সুলতানা, মানবাধিকারকর্মী সুলতানা কামালের মতো ব্যক্তিদের নাম বিবেচনায় আনার প্রস্তাব দেন।
করোনাভাইরাসের টিকা ক্রয় সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এক ভ্যাকসিনেই ২০ হাজার কোটি টাকা ব্যয় করেছিলেন, যে ভ্যাকসিন কেনা যেত ৮ হাজার কোটি টাকায়। এখানেই ১২ হাজার কোটি টাকা গায়েব করে দিলেন। কোথা থেকে কত টাকায় কিনেছেন, পার্লামেন্টকে বলেননি। পার্লামেন্ট তো দাবি করেনি। কারণ, ইনারা তো নির্বাচিত ব্যক্তি নন।’
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সম্পর্কে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভাসানী স্বাধীনতার মূলমন্ত্র শিখিয়েছিলেন। অথচ সরকারিভাবে তাঁর জন্ম, মৃত্যু দিবস, কাগমারী দিবস—কোনোটাই পালন করা হয় না।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন আইন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘এই আইনের অধীনে যে নির্বাচন কমিশন হবে, এটা বর্তমান কমিশনের চেয়ে আরও খারাপ কমিশন হবে।’
সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা সেভাবেই ঐক্যবদ্ধ হচ্ছি, যাতে মূল লড়াইটা দুর্বল না হয়। মূল লড়াই যাতে শক্তি পায়। সেই বিবেচনাতেই ঐক্যবদ্ধ হচ্ছি।’
বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, সংবিধান সংস্কার, বিচার বিভাগের ওপর রাজনৈতিক অশুভ শক্তির প্রভাব, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয়করণ—এসব ফাঁকফোকর বন্ধ করতে না পারলে শুধু ক্ষমতার পরিবর্তনে কিছু হবে না।