Site icon The Bangladesh Chronicle

যুবা ক্রিকেটারদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ
ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশএসিসি

দুবাইয়ে কাল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। যুবা ক্রিকেটারদের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াপ্রথম আলো

গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তারা ভারতকে হারিয়েছে ৫৯ রানে।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে যুব হকি এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব হকি দলের এই সাফল্যে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

prothom alo

Exit mobile version