Site icon The Bangladesh Chronicle

‘যুদ্ধ বন্ধ করো, অপপ্রচারে বিশ্বাস করো না’: রুশ টিভিতে সাহসী প্রতিবাদ

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ন
প্রতিবাদী ওই নারী বাইরের কেউ নন। তিনি ওই চ্যানেলেরই একজন সম্পাদক। তার নাম মেরিনা ওভসিয়াননিকোভা। ছবি: সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসনের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন রুশরা। ইতোমধ্যে রাশিয়ার বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে, আটক হয়েছেন অনেকে। এবার দেখা গেল অভিনব এক প্রতিবাদ।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এ সংবাদ পাঠ করছিলেন এক নারী উপস্থাপক। সেসময় আরেক নারী যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দৌড়ে সেটে ঢুকে পড়েন।

বিবিসি জানায়, উপস্থাপকের পেছনে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। তার হাতে থাকা প্ল্যাকার্ডটি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখানে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, অপপ্রচারে বিশ্বাস করো না, তারা এখানে মিথ্যে বলছে।’

প্রতিবাদী ওই নারী বাইরের কেউ নন। তিনি ওই চ্যানেলেরই একজন সম্পাদক। তার নাম মেরিনা ওভসিয়াননিকোভা।

রাশিয়ার সংবাদ চ্যানেলগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ক্রেমলিন। ইউক্রেন ইস্যুতে চ্যানেলগুলো কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি থেকেই সংবাদ প্রকাশ করছে।

মেরিনা ওভসিয়াননিকোভা এখন পুলিশ হেফাজতে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানের পরিচালক একটি রেকর্ড করা সংবাদ প্রতিবেদনের প্রথম দিকে কাটার আগে বিক্ষোভকারী ওই নারীর আওয়াজ শোনা যায়। তিনি সেসময় বলছিলেন, ‘যুদ্ধকে না বলুন। যুদ্ধ বন্ধ করুন।’

লাইভ সংবাদে প্রতিবাদ জানানোর আগে ওই নারী একটি ভিডিও রেকর্ড করেছিলেন। যেখানে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে অপরাধের শামিল উল্লেখ করে বলেন, ‘আমি ক্রেমলিনের অপপ্রচারের কাজ করতে গিয়ে লজ্জিত।’

বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি লজ্জিত যে টিভি পর্দায় আমাকে মিথ্যা বলতে হচ্ছে। আমি আরও লজ্জিত যে রুশদের জম্বিতে পরিণত হতে বলছি।’

তিনি যুদ্ধের বিরুদ্ধে রুশদের বিক্ষোভের আহ্বান জানিয়ে বলেন, ‘কেবল তারাই এই পাগলামি বন্ধ করতে পারে।’

এ ঘটনার পর মেরিনা ওভসিয়াননিকোভার ফেসবুক পেজে ইউক্রেনীয়, রুশ ও ইংরেজিতে অনেক কমেন্ট পড়েছে এবং বিশ্বের বহু দেশের বহু মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছেন।

Exit mobile version