Site icon The Bangladesh Chronicle

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বাংলাদেশি বাবা–ছেলের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি বাবা–ছেলে। গত শুক্রবার অল্প সময়ের ব্যবধানে তাঁরা মারা যান। তাঁরা হলেন শফিকুল ইসলাম ও ছেলে শাকিল। শাকিল চিকিৎসক ছিলেন। আর হাসপাতালে এখন করোনার সঙ্গে লড়ছেন শফিকুলের স্ত্রী রাশিদা খানম।

পরিবারটির বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামে।

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা মো. অলিউর ইসলাম এ তথ্য দিয়ে জানান, এই মৃত্যুর খবরে কাজির পাগলা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার বলেন, ‘শফিকুল আমার ক্লাসফ্রেন্ড। তার মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করেছে। শফিক একসময় ভাল ফুটবল খেলত। কাজির পাগলা বাজারে তার সবচেয়ে বড় ওষুধের দোকান ছিল।’

‘১৯৭২ সালে আমরা একসঙ্গে ম্যাট্রিক পাস করি। ১৯৯১ সালে শফিক ডিভি ওয়ান লটারি পেয়ে সপরিবার আমেরিকায় যায় এবং সেখানেই বসবাস করছিল। তারপরও এলাকার সঙ্গে ভালো যোগাযোগ ছিল। সেখানেই তাদের দাফন করা হচ্ছে বলে শুনেছি,’ বলেন তিনি।

Source: Prothom Alo

Exit mobile version