Site icon The Bangladesh Chronicle

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ

মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জ – ছবি : সংগৃহীত

আবারো অসাধারণ এক পারফর্মেন্স প্রদর্শন করেছে পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি। আজ পিছিয়ে পড়েও ফেডারেশন কাপের সেমি-ফাইনালে দশজনের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এই জয়ে আগামী রোববার ফাইনালে খেলবে রহমতগঞ্জ।

বৃহস্পতিবার কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের প্রথম সেমি-ফাইনালে পিছিয়ে পড়ার পরও জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। বিজয়ী দলের হয়ে বিরতির পর দুই গোল করেন যথাক্রমে ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ টেট্টি ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে ‘ফেভারিট’ মোহামেডানকে এগিয়ে দেন ডিফেন্ডার রাজিব হোসেন। বিরতি পর্যন্ত ওই লিড ধরে রেখেছিল কালো সাদা জার্সির দলটি। বিরতির পর গোল পরিশোধে বেপরোয়া হয়ে উঠে রহমতগঞ্জ। ম্যাচের ৭৮তম মিনিটে প্রাণপণ লড়াইয়ের পর গোল পায় তারা। গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন ফিলিপ।

এর পর ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল তখনই ফের সফরতা পায় রহমতগঞ্জ। দলের হয়ে অতিরিক্ত সময়ে (৯০+১) দ্বিতীয় ও জয়সূচক গোল করেন সানডে। এরপর রেফারি জালালুদ্দিন দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ডিফেন্ডার জাসমিনকে মাঠের বাইরে পাঠালে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান।

অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন রহমতগঞ্জের ফরোয়ার্ড ফিলিপ আদজাহ টেট্টি।

এর আগে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল মতিঝিলের ক্লাব মোহামেডান। অপরদিকে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে রহমতগঞ্জ।

Exit mobile version