- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২২, ১৮:৩৮
ইন্ডিয়ান সুপার লিগে নাম লেখালেন পগবা। কী, চমকে যাচ্ছেন? ভাবছেন পল পগবা শেষ পর্যন্ত ভারতে?
বিষয়টি আসলেই তাই, তবে কিন্তু আছে। মোহনবাগানের সাথে চুক্তি করেছেন ফ্লোরেন্তিন পগবা। দেখতে অনেকটা তিনি পল পগবার মতোই। হওয়াটাই স্বাভাবিক। কারণ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সদস্য পগবার আপন বড় ভাই এই ফ্লোরেন্তিন পগবা।
৩১ বছর বয়সী ফ্লোরেন্তিন পগবা সেন্ট্রাল ব্যাক হিসেবে। তার দেশ ঘানা। চোট ভাই পগবা খেলে থাকেন ফ্রান্সের হয়ে। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার ঘানার হয়ে খেলেছেন ৩১ ম্যাচ।
২০১৮ সাল থেকে ফ্রান্স ছেড়ে তুরস্ক, আমেরিকার লিগে খেলে বেড়িয়েছেন এই পগবা। খুব একটা সুবিধা করতে পারেননি। এবার পগবাকে কিনলো মোহনবাগান।