Site icon The Bangladesh Chronicle

মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ রাবির ‘নাগরিক ছাত্র ঐক্যের’

রাবি প্রতিনিধি

 ২০ আগস্ট ২০২২   channel24bd.tv

ছবি: সোহাগ আলী

১৪ মিনিট মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ‘নাগরিক ছাত্র ঐক্য’।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছরে গুম-খুন ও ক্রসফায়ারের সরকারে রূপান্তরিত হয়েছে। আজ তারা বাংলাদেশের সব থেকে সুশৃঙ্খল বাহিনী দ্বারাও ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক নেতাদের গুম করে আয়নাঘর নামক স্থানে জিম্মি করে রাখে। আয়নাঘর থেকে ছাড়া পেয়ে এরইমধ্যে ভুক্তভোগী অনেকে তাদের বক্তব্য প্রকাশ করেছেন।

 

তারা আরো বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলন জোরদার করা। অন্তর্ধানের বা গুমের শিকার হয়েছেন যারা তাদের মুক্তি ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

 

নাগরিক ছাত্র ঐক্যের রাবি শাখার সাধারণ সম্পাদক মীর আলহাজ্ব হোসেন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন এবং রাকসু আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্য প্রদান করেন রাবি শাখা ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না।

 

Exit mobile version