Site icon The Bangladesh Chronicle

মে দিবসে খুলনায় শ্রমিক দলের র‌্যালিতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ

 আমার দেশ
১ মে ২০২৩

শ্রমিক দিবসের র‍্যালিতে খুলনায় বেধড়ক লাঠিচার্জ করেছে ফ্যাসিবাদের সহায়ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‍্যালিতে খুলনায় বেধড়ক লাঠিচার্জ করেছে ফ্যাসিবাদের সহায়ক পুলিশ। এতে খুলনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের বেধড়ক লাঠিচার্জে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মিছিল থেকে খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ ২ জনকে আটক করার বিষয়টি স্বীকার করেছে পুলিশ।

শনিবার (১ মে) সকাল ১১টার দিকে খুলনা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগর শ্রমিক দলের নেতারা জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শ্রমিক র‌্যালি বের করার চেষ্টা করে খুলনা জেলা ও মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগুতেই বিনা কারণে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। এসময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিক দলের শোভাযাত্রার কোন অনুমতি ছিল না। অনুমতি ছাড়া মিছিল বের করায় সেটি ছত্রভঙ্গ করে দেয়ায় হয়েছে।

Exit mobile version