Site icon The Bangladesh Chronicle

মেসির ১০ নম্বর জার্সি গায়ে, নেইমারের পথে হাঁটছেন ইয়ামাল?

বার্সেলোনার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের নতুন সেনসেশন লামিনে ইয়ামালের লাগামছাড়া জীবনযাপন। ক্লাবের মূল শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে তার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং তাকে ‘আইডল’ হিসেবে মানা। সম্প্রতি নেইমারের আমন্ত্রণেই গ্রীষ্মের ছুটি কাটাতে ব্রাজিল ঘুরে এসেছেন ইয়ামাল। নেইমারের বাড়িতে তার সময় কাটানোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বার্সা ম্যানেজমেন্টের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

লামিনে ইয়ামাল

নেইমারের পার্টি-সর্বস্ব জীবনধারার সঙ্গে বার্সেলোনা ও পিএসজি—দুই ক্লাবই পরিচিত। অভিযোগ রয়েছে, অনেক সময় তিনি চোটের অজুহাত দিয়ে পার্টিতে মেতে থাকতেন এবং সতীর্থদেরও বিপথে টানতেন। পিএসজিতে খেলার সময় তার সতীর্থ আন্দার হেরেরার এক মন্তব্যেই নেইমারের পার্টির ভয়াবহতা ফুটে ওঠে। এক টিভি শো-তে নেইমারের ২৮তম জন্মদিনের পার্টি নিয়ে প্রশ্ন করা হলে হেরেরার সংক্ষিপ্ত জবাব ছিল, ‘কী হয়নি সেখানে!’

এই নেইমারকেই আদর্শ মানেন ইয়ামাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বয়স যখন সাত, তখন ক্যাম্প ন্যুতে তাকে (নেইমার) দেখে বিমোহিত হয়েছিলাম। নেইমার সবসময় আমার আইডল। তিনি সম্পূর্ণ ব্যতিক্রম, তিনি কিংবদন্তি!’ নেইমারের প্রতি এই মুগ্ধতাই ইয়ামালকে তার মতো জীবনধারায় অভ্যস্ত করে তুলবে কি না, সেই শঙ্কাই এখন বার্সেলোনা শিবিরে।

ইয়ামালের লাগামহীন জীবনের শঙ্কা কেবল নেইমারকে ঘিরেই নয়। সম্প্রতি নিজের ১৮তম জন্মদিন স্মরণীয় করে রাখতে পর্যটন নগরী ইবিজায় এক জমকালো পার্টির আয়োজন করেন তিনি। অত্যন্ত গোপনীয় সেই পার্টিতে ফোন বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকলেও বেশ কিছু ছবি বাইরে চলে আসে। জানা যায়, পার্টিতে বিনোদনের জন্য তরুণীদের পাশাপাশি কয়েকজন খর্বকায় ব্যক্তিকেও (বামন) ভাড়া করা হয়েছিল। এই ঘটনায় আইনি ঝামেলায় পড়তে পারেন ইয়ামাল। স্পেনের কয়েকটি সমাজসেবী সংস্থা তার বিরুদ্ধে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং বিষয়টি নিয়ে সরকারি তদন্তও হতে পারে। এর আগেও গ্রীষ্মের ছুটিতে নিজের চেয়ে ১২ বছরের বড় একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

অথচ এই তরুণ ফুটবলারের কাঁধেই এখন বার্সেলোনার সবচেয়ে বড় ঐতিহ্য—বিখ্যাত ১০ নম্বর জার্সি। গত বুধবার আনুষ্ঠানিকভাবে জার্সিটি তার হাতে তুলে দেওয়া হয়। দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনহো এবং সর্বশেষ লিওনেল মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন। মেসি প্রায় ১৩ বছর এই জার্সি গায়ে দিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এবং জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লা লিগা শিরোপা।

এমনকি স্পেন যুব দলের কোচ গ্যাবিনো কারমোনাও ইয়ামালের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি বার্সেলোনাকে পরামর্শ দিয়েছেন ইয়ামালের মাঠের বাইরের জীবনের ওপর কড়া নজর রাখতে। তার মতে, ‘নেইমারও ম্যাজিক্যাল প্রতিভা ছিল। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে সে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়ে যেতে পারেনি।’ তবে একটি প্রশ্ন থেকেই যায়, নেইমার তার উদ্দাম জীবন নিয়েই বার্সা ও পিএসজির হয়ে সাতটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইয়ামাল কি পারবেন সে পথে হেঁটে সফল হতে? উত্তরটা সময়ই বলে দেবে।

Exit mobile version