Site icon The Bangladesh Chronicle

মেসিদের ভালো খেলা নয়, ফ্রান্স হেরেছে অন্য কারণে!

মেসিদের ভালো খেলা নয়, ফ্রান্স হেরেছে অন্য কারণে! – ছবি : সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে পর পর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তে পারেনি ফ্রান্স। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁর মতে, লিওনেল মেসিদের ভালো খেলার কারণে হারেননি তারা। দেশঁর মতে, ফাইনালে তার দলের অন্তত চার থেকে পাঁচ ফুটবলার পুরো সুস্থ ছিলেন না। সেই জন্যই সেরা খেলাটা খেলতে পারেননি তারা।

সংবাদপত্র ‘মার্কা’ জানিয়েছে, দেশঁর চুক্তির মেয়াদ বাড়ার পরে তাকে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে দেশঁ বলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। তবে তার জন্য কোনো একজন ফুটবলারকে আমি দোষ দেব না। প্রথম একাদশের অন্তত পাঁচজন ফুটবলার পুরো সুস্থ ছিল না। তার অবশ্য অনেক কারণ ছিল। তাই আমরা আর্জেন্টিনার মোকাবিলা করতে পারিনি।’

প্রথম এক ঘণ্টা তারা খেলার মধ্যে ছিলেন না বলে স্বীকার করে নিয়েছেন ফরাসি কোচ। সেখানেই আর্জেন্টিনার কাছে ২ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। দেশঁ বলেন, ‘আমি দলের ফুটবলারদের বিরুদ্ধে কড়া কথা বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, প্রথম এক ঘণ্টা আমরা ভালো খেলতে পারিনি।’

বিশ্বকাপের ফাইনালে শুরুতেই লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে অ্যাঙ্কেল ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন। একটা সময় দেখে মনে হচ্ছিল, সহজেই বিশ্বকাপ ট্রফি তুলবেন মেসিরা। কিন্তু খেলার শেষ দিক ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে খেলায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আবার গোল করেন মেসি। কিন্তু তার পরও ১২০ মিনিটে জিততে পারেনি আর্জেন্টিনা। কারণ, শেষ দিকে আবার গোল করে সমতা ফেরান এমবাপ্পে। সেইসাথে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। খেলার ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কিন্তু সেই হারের জন্য মেসিদের থেকে নিজের দলের ফুটবলারদের অসুস্থতার কথা শোনা গেল ফরাসি কোচের মুখে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


Exit mobile version