Site icon The Bangladesh Chronicle

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দ.আফ্রিকা

বাংলাদেশ নারী ক্রিকেট দল

ঢাকায় ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আজ প্রকাশ করেছে আইসিসি। ১০ দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে।

‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাবে বাছাইপর্ব উতরে আসা একটিকে। ‘বি’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকায়। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্বের একটি দল। এই গ্রুপের সব ম্যাচগুলো হবে সিলেটে।

গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরের রাউন্ডে। প্রথম সেমিফাইনাল হবে ১৭ অক্টোবর সিলেটে। আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর ঢাকায়।

ঢাকার এক হোটেলে আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসিপ্রথম আলো

এবারের মেয়েদের বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ম্যাচ হবে ২৩টি। ১৯ দিনব্যাপী বিশ্বকাপের শুরুর দিন হবে দুটি ম্যাচ। ‘বি’ গ্রুপের এই দুই ম্যাচের একটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ খেলবে বাছাইপর্ব উতরে আসা দ্বিতীয় দলের বিপক্ষে।

গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর। ৯ অক্টোবর তৃতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২ অক্টোবর গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Prothom alo

Exit mobile version