Site icon The Bangladesh Chronicle

মুস্তাফিজের আইপিএল নিয়ে বিসিবি বিভক্ত কেন?

মুস্তাফিজের আইপিএল নিয়ে বিসিবি বিভক্ত কেন? 

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। শুধু আইপিএল খেলছেন না বরং বিশ্বের সেরা এই টি-২০ লিগ মাতাচ্ছেন তিনি। কিন্তু আসর অসমাপ্ত রেখে কাটার মাস্টার খ্যাত ফিজকে ফিরে আসতে হবে দেশে।

বিসিবি তাকে আইপিএল খেলার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল। তা একদিন বাড়িয়ে ১ মে করা হয়েছে। এরপর জিম্বাবুয়ে সিরিজ ও যুক্তরাষ্ট্র সফরের জন্য ফেরত আসবেন তিনি। যদিও তার আইপিএল খেলা না খেলা নিয়ে বিভক্ত বিসিবি।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে আপত্তি নেই তার। বিষয়টি নিয়ে লিপু এর আগে জানিয়েছিলেন, মুস্তাফিজের ছুটির বিষয়টি বোর্ড দেখবে। আইপিএলের ছুটিতে থাকলে তাকে জাতীয় দলে ডাকা হবে না। ছুটিতে না থাকলে জাতীয় দলে রাখা হবে তাকে।

এদিন আবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজ না খেলে মুস্তাফিজ আইপিএল খেললেই বেশি লাভ হবে। কিন্তু বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যন জালাল ইউনুস ওই যুক্তি উড়িয়ে দিয়েছেন। তার মতে, আইপিএল থেকে ফিজের কোন লাভ হচ্ছে না। বরং তার সব শক্তি শুষে নিচ্ছে আইপিএল।

আকরাম সাংবাদিকদের বলেন, ‘মুস্তাফিজ যে ধরনের বোলার দল তাকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে প্রতিদান দেবেই। ধোনির দল এখন ওটাই করছে। কলকাতার বিপক্ষে দলের পরিকল্পনা অনুযায়ী যেভাবে সে বোলিং করলো, আমরা মনে হয় চেন্নাইয়ের হয়ে খেলে সে বেশ উপকৃত হচ্ছে। মানে বাংলাদেশ দলও উপকৃত হচ্ছে। আমার মতে, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএল তার জন্য শেখার ভালো জায়গা। বড় বড় ক্রিকেটারের সঙ্গে থাকছে, খেলছে এটাও বড় বিষয়।’

কিছুদিন আগে মুস্তাফিজ ফর্মে ছিলেন না। এটাও মনে করিয়ে দিয়েছেন আকরাম, ‘আমার মনে হয়, মুস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত। কিছুদিন আগেও তো তার পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম। গত ১২ মাস বেশ ভুগেছেও সে। আইপিএলে গিয়ে তার উন্নতি হয়েছে। পুরোপুরি বদলে ফেলেছে বলব না। সে এভাবে আইপিএল খেলে যেতে পারলে বিশ্বকাপে দল তার দ্বারা উপকৃত হবে।’

এ বিষয়ে জালাল ইউনুসের অবস্থান পুরোপুরি বিপরীত। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন ভিন্ন কথা, ‘মুস্তাফিজের জন্য আইপিএল খেলা কীভাবে ভালো হয়? তার তো আইপিএল থেকে শেখার কিছু নেই! ওর শেখার প্রক্রিয়া শেষ। বরং আইপিএলের খেলোয়াড়রা তার থেকে শিখতে পারে। এটা বাংলাদেশ দলকে কোনভাবেই সুবিধা দেবে না। আইপিএল হয়তো বোলারের জন্য ৪ ওভারের খেলা কিন্তু এটা অনেক চাপের। ম্যাচ শেষে অনেকে রাতে ফ্লাইট ধরতে হয়, যা অনেক কঠিন। মুস্তাফিজের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে আমরা চিন্তিত।  আইপিএল তার সবটা বের করে নিচ্ছে।’

২০২১ সালে দু’জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বিসিবি। জালাল ইউনুসের দাবি, তারা ক্লান্ত হয়ে ফেরার অভিযোগ করেছিল, ‘দু’জন ২০২১ সালে আইপিএল খেলেছেন। তারা আমাদের জানিয়েছিল- খুব ক্লান্ত তারা। আমরা এর পুনরাবৃত্তি চাই না। মুস্তাফিজ আইপিএল থেকে ফিরে হয়তো জিম্বাবুয়ে সিরিজে খেলবে না। আমরা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করবো। সে দলের সঙ্গে থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র সফরে মানিয়ে নেওয়ার বিষয়ও আছে। ক্লান্ত থাকলে বিশ্বকাপে সে সেরাটা দিতে পারবে না।’

samakal

Exit mobile version