Site icon The Bangladesh Chronicle

‘মুমিনুল চাইলে ব্রেক নিতে পারে’

‘মুমিনুল চাইলে ব্রেক নিতে পারে’ – ফাইল ছবি


দীর্ঘদিন ধরে রান খরায় মুমিনুল। বিদেশ কি ঘরের মাঠ, সবখানেই ব্যর্থতার গল্প। উপায় না দেখে টেস্টের নেতৃত্বই ছেড়ে দেন কিছুদিন আগে। লক্ষ্য ব্যাটিংয়ে ছন্দ খুঁজে নেয়া। কিন্তু তাতেও কাজ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুমিনুল পরের ইনিংসে করেন ৪ রান।

মুমিনুল সর্বশেষ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে। এরপর যে নিজেকে হারিয়েছেন, আর খুঁজেই পাচ্ছেন না। সর্বশেষ ১১ ইনিংসে তার রান মাত্র ৬৫, সর্বোচ্চ ৩৭। এই ১১ ইনিংসের মধ্যে ৪ বারই রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।

মুমিনুলের কি বিরতি নেয়া উচিত? অ্যান্টিগা টেস্টে হারের পর এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু যেটা হচ্ছে যে, আমার তো ওর সাথে সবসময় কথা হয়। আবারো কথা হবে। ও যদি মনে করে যে, হ্যাঁ ওর বিরতির দরকার আছে, সেটা হতে পারে।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেয়াটা বা কোনোকিছু চিন্তা করাটা খুব একটা ভালো কিছু নয়। আমি যেটা বললাম যে, পরের দুই-তিন দিন বিশ্রাম আছে। এরপর যখন সেন্ট লুসিয়ায় অনুশীলন করব, হয়তো সেদিন আমরা চিন্তা করতে পারব যে, আসলে আমাদের দলের জন্য কোনটা হলে ভালো হতে পারে।’

শুধু মুমিনুল নয় দলের সবাইকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘খুব যে বেশি পরিবর্তন করলে খুব বেশি যে ভালো কিছু হবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না। আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব, আমি বিশ্বাস করি। আমরা এর আগেও এই জায়গায় পড়েছি এবং বেরও হয়েছি।’

Exit mobile version