স্থান :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির চারটি ইউনিয়ন কমিটি গঠনে অনিয়ম, মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ বালুমহাল পরিচালনার সাথে জড়িত বিএনপি নেতাদের শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।
এ সময় তারা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিককে গজারিয়া উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে ঘোষিত চারটি ইউনিয়ন কমিটি ভেঙে দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।
শনিবার ( ২৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। প্রথমে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আন্দোলনকারীদের অবরোধের মুখে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের অনুরোধে বিকেল ৫টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কর্মসূচি সফল করতে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জমায়েত হয় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায়।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি, এখন যান চলাচল স্বাভাবিক কোন ঝামেলা নেই।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গজারিয়া উপজেলা বিএনপির অন্তর্গত বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চলতি মাসের ১৫ তারিখ কমিটি অনুমোদন করা হয়েছে। গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক কমিটিগুলো অনুমোদন করেছেন। এরপর থেকে কমিটি গঠনে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীরা।