Site icon The Bangladesh Chronicle

মুক্ত হয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্রাটের শ্রদ্ধা

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট – ছবি : সংগৃহীত

জামিনে মুক্ত হয়েই নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। শুক্রবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় সম্রাটের সাথে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, হারুনুর রশিদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মজিব মহসিন পিয়াস, আলী আকবর বাবুল, মুরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মোহাম্মদ মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ, উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, দক্ষিণ যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ পলাশ, আইন সম্পাদক শাহনাজ পারভীন হীরা, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকতার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোফরান গাজী, ধর্ম সম্পাদক আবুল কাশেম খাঁ প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরই ১৫ আগস্টের নির্মম ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নানা স্লোগান নিয়ে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তাদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনীরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের খুনীরা হুঁশিয়ার সাবধান’ প্রভৃতি স্লোগানে ধানমন্ডির ৩২ নম্বর ও আশপাশের এলাকা মুখর হয়ে উঠে। নেতাকর্মীদের সাথে ইসমাইল চৌধুরী সম্রাটেরও স্লোগান দেন, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমার রক্তে রাজনীতি। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই আজীবন কাজ করবো। নেত্রী যে নিদের্শনা দেবেন তাই পালন করবো। বঙ্গবন্ধুকন্যা আমার রাজনৈতিক অভিভাবক।

Exit mobile version