Site icon The Bangladesh Chronicle

মালিক অপরাজিত ‘৫০০’

শোয়েব মালিক – ফাইল ছবি।

বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫০০তম টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের শোয়েব মালিক।

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ৩৪তম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেই ৫০০ ম্যাচ খেলার নজির গড়েন মালিক।

মালিকের আগে ৫০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো। সবার আগে এই মাইফলক স্পর্শ করেছিলেন পোলার্ড।

এখন পর্যন্ত পোলার্ড ৬১৪টি ও ব্রাভো ৫৫৬টি ম্যাচ খেলেছেন। পোলার্ড ব্যাট হাতে ১১ হাজার ৯১৫ রান এবং বল হাতে ৩০৯ উইকেট শিকার করেছেন। ব্রাভো ৬ হাজার ৮৯৪ রান ও ৬১৪ উইকেট শিকারী।

২০০৫ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন বর্তমানে ৪১ বছর বয়সী মালিক। আজকের ম্যাচের আগ পর্যন্ত তার রান ছিল ১২ হাজার ২৮০ রান ও উইকেট ১৬২। এরমধ্যে দেশের হয়ে ১২৪ ম্যাচে ২ হাজার ৪৩৫ রান ও ২৮ উইকেট আছে মালিকের।

Exit mobile version