Site icon The Bangladesh Chronicle

মালয়েশিয়ায় বিদেশী কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত

মালয়েশিয়ায় বিদেশী কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত – ছবি : সংগৃহীত

নতুন করে বিদেশী কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। শনিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার এ তথ্য নিশ্চিত করেন।

ভি শিবকুমার জানান, ‘ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানে (পিকেপিপিএ) বিদেশী কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন ১৮ মার্চ থেকে স্থগিত থাকবে। এ নির্দেশ কার্যকর থাকবে পরবর্তী তারিখ ঘোষণা আসার আগ পর্যন্ত।

মঙ্গলবার (১৪ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন সেক্টরে বিদেশী কর্মীদের জন্য মোট নয় লাখ ৯৫ হাজার ৩৯৬টি কর্মসংস্থান কোটা অনুমোদনের পর মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

দেশটি পিকেপিপিএর মাধ্যমে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা খাতে শ্রম নিয়ে থাকে। বর্তমানে বিদেশী শ্রমিকদের জন্য যত কোটা অনুমোদন করা হয়েছে, এসব কর্মীকে দিয়ে শ্রম চাহিদা মেটানো সক্ষম বলে আশা করছেন মানবসম্পদ মন্ত্রী।

বিবৃতিতে মন্ত্রী অনুমোদনপ্রাপ্ত সব নিয়োগকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশী কর্মীদের নিয়ে আসার অনুরোধ জানান। তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদিত কোটার তুলনায় বিদেশী কর্মীর প্রবেশের সংখ্যা এখনও কম।

উল্লেখ্য, গত ৫ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় এক লাখ ২১ জন কর্মী গেছেন। এছাড়া ৫ মার্চ পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এক লাখ নয় হাজার ৫০০ জনকে।


Exit mobile version