- ২৪ ডেস্ক
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। এখন থেকে তারা মাল্টিপল এন্ট্রি বা একাধিকবার প্রবেশাধিকার ভিসা সুবিধা পাবেন, যার ফলে ছুটিতে দেশে আসা-যাওয়া বা জরুরি প্রয়োজনে মালয়েশিয়া ত্যাগ ও পুনঃপ্রবেশে আর কোনো বাধা থাকবে না। এতদিন ধরে ১৫টি দেশের মধ্যে শুধু বাংলাদেশি কর্মীদেরই সিঙ্গেল এন্ট্রি বা একবার প্রবেশাধিকার ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ ছিল।
মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই যুগান্তকারী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মালয়েশিয়া সরকারের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মীর কাছে বর্তমানে বৈধ টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) এবং পূর্বে ইস্যু করা সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, তাদের নতুন করে মাল্টিপল ভিসার জন্য আবেদন করতে হবে না। তারা কোনো রকম জটিলতা ছাড়াই মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা-যাওয়া করতে পারবেন। এই নির্দেশনা মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও, যে সকল কর্মীর পিএলকেএস নবায়নের সময় আসবে, তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবেই মাল্টিপল এন্ট্রিতে রূপান্তরিত হবে। এর জন্য আলাদাভাবে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
এই সাফল্য এসেছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে। গত মে মাসে উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করে। সেখানে তারা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন।
বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে। অবশেষে গত ১০ জুলাই মালয়েশিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে।
ড. আসিফ নজরুল বলেন, ‘মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় বাংলাদেশি কর্মীরা স্বস্তি পাবেন। তাদের বহুদিনের কষ্ট লাঘব হলো।’