Site icon The Bangladesh Chronicle

মার্কিন চার্টার্ড বিমানে ফিরলেন ৩৯ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

৩ আগস্ট ২০২৫, রবিবার

যুক্তরাষ্ট্র থেকে একসঙ্গে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল ভোর ৬টা ৪৫ মিনিটে একজন নারীসহ এই ৩৯ জনকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভাড়া করা একটি বিমান ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে ব্র্যাক এবং  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই যাত্রীদের যার যার গন্তব্যে পৌঁছে দেয়া হয়। খালি হাতে ফিরে আসা যাত্রীদের চোখেমুখে ছিল হতাশার ছাপ। ফিরে আসা ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করা হয়নি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারার সময় তাদের সঙ্গে ছিল খাবারের একটি প্যাকেট এবং পলিথিনের বস্তায় সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিস।  ফিরে আসা ব্যক্তিদের কয়েকজন স্বজনের সঙ্গে গতকাল কথা বলে মানবজমিন।

তারা জানান, ঘরবাড়ি বিক্রি করেছি, ধার করে, কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন যুক্তরাষ্ট্র যেতে। তিনি বিভিন্ন দেশ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র পৌঁছালেও সেখানে থাকতে পারেননি। স্বজনরা জানান, ফিরে আসা ব্যক্তিরা কেউ মেক্সিকো, কেউ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেদেশে পৌঁছে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন মার্কিন বর্ডার গার্ডের কাছে। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের সেই আবেদন খারিজ করে দেয়। ফলে, কোনো মানবিক বিবেচনা ছাড়াই, তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশিকে একইভাবে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version