Site icon The Bangladesh Chronicle

মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সাথে মায়ের জন্মদিন পালন করলেন জয়। – ছবি : সংগৃহীত

মায়ের জন্মদিন উদযাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সাথে মায়ের জন্মদিন পালন করেন তিনি। একসাথে ডিনারও করেছেন।

পারিবারিক এ উদযাপনের একটি ছবিও তিনি পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করেন সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৫টার দিকে ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভার্জিনিয়ায় গলফ ক্লাবে পরিবারের সাথে মায়ের জন্মদিনের ডিনার’।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে তিনি ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।

Exit mobile version