Site icon The Bangladesh Chronicle

‘মানুষ ভোট দেয় একজনকে, ফলাফল ঘোষণা হয় অন্যজনের নামে’

প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়: জিএম কাদের

RTV News

ফাইল ছবি

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, বর্তমানে ফলাফল পরিবর্তনের নির্বাচন কায়েম হয়েছে। মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। সাধারণ মানুষ যদি সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, জবাবদিহিতা থাকে না।

তিনি বলেন, স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না, রাজনৈতিক দল থাকবে না, দেশে রাজনীতিও থাকবে না। নির্বাচন নিয়ে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে।

জাপা চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে প্রথমে ভোটার বিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন। আর এখন ফলাফল পরিবর্তনের নির্বাচন কায়েম হয়েছে। মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম। মামলা করলে ৫ বছরেও রায় আসে না, কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়।

আরএ/

Exit mobile version