Site icon The Bangladesh Chronicle

মাঠেই জামাতে নামাজ পড়ে প্রশংসায় ভাসছেন পাক-আফগান ক্রিকেটাররা

মাঠেই জামাতে নামাজ পড়ে প্রশংসায় ভাসছেন পাক-আফগান ক্রিকেটাররা – ছবি : সংগৃহীত

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়েছে মোহাম্মদ নবী-রশিদ খানদের দল। তবে তা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে দু’দলের ক্রিকেটারদের মাঠে জামাতে নামাজ আদায়কে ঘিরে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও জিওজের তথ্যমতে- ওই দিন ম্যাচ শুরুর আগে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটাররা একসাথে মাগরিবের নামাজ আদায় করেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভেরিফাইড পেজ থেকেও জামাতে নামাজ আদায়ের মুহূর্তটির একাধিক ছবি শেয়ার করা হয়। তাতে দেখা যায় ইমাম সাহেবের পেছনে দুই কাতারে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন খেলোয়াড়েরা। আর ইমামতি করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

শেয়ার করা এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বৈরি পরিস্থিতিতে আল্লাহর হুকুম পালন করায় ক্রিকেটারদের প্রশংসায় ভাসাচ্ছেন অনলাইনে সক্রিয়রা। পবিত্র রমজানে সকল ক্রিকেটারের জন্য শুভকামনা জানাচ্ছেন তারা।

Exit mobile version