Site icon The Bangladesh Chronicle

মহানবী সা:-কে কটূক্তি : সিলেটে ছাত্র জমিয়তের বিশাল বিক্ষোভ

মহানবী সা:-কে কটূক্তি : সিলেটে ছাত্র জমিয়তের বিশাল বিক্ষোভ। – ছবি : সংগৃহীত


ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: ও তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রা:-কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আসরের পর সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের হৃদয়ে নিজের জীবনের চেয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সা:-এর প্রতি মহব্বত বেশি রয়েছে। তাই বিশ্বের যেকোনো প্রান্তে নবী মোহাম্মদ সা:-কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো মুসলিম সহ্য করতে পারে না।

তারা বলেন, সম্প্রতি ভারতের সরকারদলীয় দু’নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে ওঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। ওই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংসদে নিন্দা প্রস্তাব করে ৯০ শতাংশ মুসলমানের কলিজা শীতল করুন। উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সাথে সকল অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক বয়কট করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা লুকমান হাকীম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা কবির আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা এমাদুদ্দীন সালিম, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি ইয়াহইয়া হামিদী, মহানগর সহ-সভাপতি আবুল খয়ের, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জাহেদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আবু বকর, ছাত্র জমিয়ত নেতা আব্দুল্লাহ, ওয়াহিদুর রহমান খান, কায়সান মাহমুদ আকবরী, আব্দুল্লাহ আল মাহফুজ প্রমুখ।

Exit mobile version