Site icon The Bangladesh Chronicle

মজুরি ও পোশাক খাতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আইবিসির উদ্বেগ

শ্রমিকের মজুরি ইস্যুতে পোশাক খাতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। তারা পোশাকশ্রমিকের জন্য নিম্নতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে। একসঙ্গে সংগঠনটি বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি কারখানার উৎপাদনপ্রক্রিয়া অব্যাহত রাখতে অনুরোধ জানায়।

রাজধানীর তোপখানায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সকালে আইবিসির জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়। আইবিসির সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে আইবিসির অধীন এখন ১৮টি রেজিস্টার্ড ফেডারেশন রয়েছে।

Exit mobile version