Site icon The Bangladesh Chronicle

মঙ্গলবার তামিম একাদশের মুখোমুখি মাহমুদউল্লাহ একাদশ

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ


চলমান বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় খেলায় মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম একাদশের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দলের জন্য এটি হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে, বাংলাদেশের ওডিআই অধিনায়ক তামিম ইকবাল ও তার দল প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় মাঠে নামতে যাচ্ছে।

প্রথম খেলায় মাহমুদউল্লাহ একাদশ তরুণ তারকা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের কাছে চার উইকেটে হেরে যায়। নাজমুল বাহিনী মাঝারি মানের ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৌহিদ হৃদয় ও ইরফান শুকুরের অর্ধশতকের কল্যাণে জয়ের বন্দরে পৌঁছে যায়।

নাজমুল একাদশের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলার তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম ও আল-আমিন হোসেনও খুব ভালো করেন।

তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবাল জানান, বিসিবি প্রেসিডেন্ট’স কাপে মাঠে নামার আগে তারা দল হিসেবে অতিরিক্ত দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় এটা আমাদের প্রথম খেলা হতে যাচ্ছে। আমরা খুব ভালো অনুশীলন করেছি। দল হিসেবে অনুশীলন করতে আমরা অতিরিক্ত দুই দিন সময় পেয়েছি। আমাদের বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন খেলোয়াড় রয়েছে…আমাদের দলের প্রত্যেকে ভালো করতে উদ্দীপ্ত। আমি আরেক তামিম- তানজিদ হাসান তামিমের সাথে ইনিং উদ্বোধন করতে যাচ্ছি। সে খুবই ভালো। তার সাথে আমি নেটে অনুশীলন করেছি।’

খেলাটি শুরু হবে দুপুর দেড়টায় এবং তা বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

তামিম একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি। স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।

মাহমুদুল্লাহ একাদশ :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

সূত্র : ইউএনবি

Exit mobile version