- ২৪ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্তত ১০ সদস্য ভোট দিতে পারবেন না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আকতার আহমেদ।
তিনি বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা আছে, তারা ভোটার হিসেবে অংশ নিতে পারবেন না। দেশের বাইরে যারা মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে গেছেন, তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা নেই, তবে তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।
ইসি সচিব আরও বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পাসপোর্ট নয়, বরং এনআইডি নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে।
গত এপ্রিলে ইসির এনআইডি উইং-এর মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করে দেওয়া হয়।
যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন, শহীদ সিদ্দিক, বুশরা সিদ্দিক, তুলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, তারিক আহমেদ সিদ্দিক এবং শাহিন সিদ্দিক।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এ ছাড়া আওয়ামী লীগের আরও অনেক জ্যেষ্ঠ নেতা বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও, ইসি জানিয়ে দিয়েছে, এনআইডি লক থাকা অবস্থায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।