Site icon The Bangladesh Chronicle

ভি‌পি নুরের সাধ্য ছি‌ল না শোভনকে হঠানো : আব্দুর রহমান ‌

ভি‌পি নুরের সাধ্য ছি‌ল না শোভনকে হঠানো : আব্দুর রহমান ‌

‌ভি‌পি নুরের সাধ্য ছি‌ল না শোভনকে হঠানোর : আব্দুর রহমান ‌ – নয়া দিগন্ত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ব‌লে‌ছেন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন গত ১১ মার্চ অনুষ্ঠিত না হয়ে আজকে (বর্তমানে) হলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হঠানোর সাধ্য ছি‌লে না বর্তমান ভি‌পি নুরুল হক নুরের।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্ত্বরে একটি আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ছয় পলাতক আসামির প্রতীকী ফাঁসি দেয়া উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় এমন মন্তব্য করেন আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, আমি জানি না কথাটি অত্যুক্ত হবে কি না? আমি বিশ্বাস করি, যদি ডাকসু নির্বাচন সেদিন না হয়ে আজকে নির্বাচন হতো, নুরুর সাধ্য ছিল না শোভনকে ভিপি থেকে হঠানো। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকেই (শোভন) আজকে বেছে নিতো।

ডাকসুর নির্বা‌চিত ভিপি নুরের উদ্দেশে তিনি বলেন, আজকে ডাকসুর ভিপি হিসেবে, সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে সার্বজনীন চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে না পারেন, এই সার্বজনীন চরিত্র যদি না থাকে তাহলে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে সমাদৃত হতে পারবেন না। বরং আপনি ঘৃণিত হবেন এবং এটাই হবে আগামী দিনের জিহাদ।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পলাতক ছয় আসামীর প্রতীকী ফাঁসি, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Exit mobile version