Site icon The Bangladesh Chronicle

ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে : বাণিজ্যমন্ত্রী

Daily Nayadiganta

রংপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। – ছবি : নয়া দিগন্ত

ভাস্কর্য বিরোধীরা একাত্তরের পরাজিত শক্তি ও তাদের বিরুদ্ধে আরো একবার যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে, তাই বাংলাদেশ ভোজ্যতেলের দাম একটু বেশি হবে।

শনিবার রংপুর মহানগরীর টাউনহল জেলা প্রশাসন আয়োজিত রংপুর জেলার ইতিহাস বই পুনঃ মুদ্রণ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপাকালে তিনি এসব কথা বলেন।

ডিসি আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছফিয়া খানম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মহানগর আওয়ামী লীগ সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসেন প্রমুখ।

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়।

এ সময় রংপুর জেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শারীরিক প্রতিবন্ধী অদম্য শিক্ষার্থী জুবায়ের হোসেন উজ্জ্বল, দৃষ্টি প্রতিবন্ধী মাসুদা আক্তারকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।

Exit mobile version