Site icon The Bangladesh Chronicle

ভারত ১, পাকিস্তান ২

ভারত ১, পাকিস্তান ২ – ছবি সংগৃহীত

পাকিস্তান জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে উঠে এলো ভারত। আপাতত ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছেন বিরাট কোহলিরা। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তারপর আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

এমনিতে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিন্যাস অনুযায়ী, প্রতিটি টেস্ট জিতলে মিলবে ১২ পয়েন্ট। টাই হলে ছয় পয়েন্ট করে পাবে দুটি দল। ড্র হলে প্রতিটি দলের ঝুলিতে যাবে চার পয়েন্ট। অর্থাৎ দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ২৪ পয়েন্ট, তিন ম্যাচের সিরিজে ৩৬ পয়েন্ট, চার ম্যাচের সিরিজে ৪৮ পয়েন্ট এং পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৬০ পয়েন্ট পেতে পারে কোনও দল। সেইসাথে স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটারও নিয়ম আছে। যতগুলো ওভার কম হবে, তত পয়েন্ট কাটা যাবে। সেইমতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা তৈরি করা হচ্ছে। তবে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকার মাপকাঠি নির্ধারিত হবে না। বরং গতবারের মতো শতাংশের ভিত্তিতেই দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে।

Exit mobile version