Site icon The Bangladesh Chronicle

ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল

ভারত-মিয়ানমার থেকে এলো সাড়ে ৩০ হাজার টন চাল – ছবি : সংগৃহীত

জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত সাড়ে সাত হাজার টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি চট্টগ্রাম ও মংলা বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা সাড়ে ৮ হাজার এবং ১০ হাজার টনের আরো দুটি জাহাজ আগামীকাল শনিবার এবং পরদিন রোববার মোংলা বন্দরে পৌঁছাবে।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) মিয়ানমার ও ভারত থেকে আমদানি করা চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। ওই দুই জাহাজে আছে ৩৭ হাজার টন চাল। এর মধ্যে মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৫ হাজার টন চাল এসেছে।

তার আগেও বেশ কয়েক দফায় এই দুই দেশ থেকে চাল কিনেছে অন্তর্বর্তী সরকার।

Exit mobile version