Site icon The Bangladesh Chronicle

ভারত-পাকিস্তান সিরিজ কেন অসম্ভব জানালেন রমিজ

ভারত-পাকিস্তান সিরিজ কেন অসম্ভব জানালেন রমিজ –

এই মুহূর্তে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষীক সিরিজ অসম্ভব বলে জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নয়া চেয়ারম্যান রমিজ রাজা।

পিসিবির দায়িত্ব নেয়ার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষীক সিরিজ নিয়ে রমিজ বলেন, ‘এই মুহূর্তে সম্ভব নয়। খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। এই বিষয় নিয়ে আমরা কোনো তাড়াহুড়ো করতে রাজি নই। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে চাই।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ওই ম্যাচের দিকে নজর রয়েছে রামিজের।

তিনি বলেন, ‘সব ম্যাচের থেকে ওই ম্যাচটি অনেক বেশি বড় ও গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের সাথে কথা হয়েছে। তাদের বলেছি এবার চাকা উল্টো দিকে ঘোরাতেই হবে। ওই ম্যাচে নিজেদের শতভাগ দিতে হবেই ক্রিকেটারদের।’

ক্রিকেটারদের ভয়ডরহীনভাবে খেলার পরামর্শ দেন রমিজ। তিনি বলেন, ‘সমস্যা আসবে। ক্রিকেটারদের বলেছি, দলে জায়গা পাকা হবে কি না তা নিয়ে না ভাবতে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। হারতে হবে কিছু ম্যাচ। কিন্তু বিশ্ব ক্রিকেটে নিজেদের মেলে ধরতে হলে কঠিন পথ অতিক্রম করতে হবে।’
সূত্র : বাসস

Exit mobile version