Site icon The Bangladesh Chronicle

ভারত-পাকিস্তান ম্যাচের আওয়াজ নাকি অন্য রকম!

বিরাট কোহলি – ফাইল ছবি

আর ১৫ দিন পর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সেই ম্যাচের আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার মাটিতে হবে ওই ম্যাচ। এবারের এশিয়া কাপে তিনবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে। প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। ওই ম্যাচের আগে বিরাট জানালেন, এই উত্তেজক ম্যাচের দর্শকও আলাদা রকমের হয়।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে একার হাতে হারিয়ে দিয়েছিলেন বিরাট। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘এই ম্যাচের আবহাওয়াটাই আলাদা রকমের। মাঠের বাইরে দর্শকেরা সেই পরিস্থিতি তৈরি করেন। সেটাকে অস্বীকার করা যায় না। যখন খেলতে নামি, তখন যদিও মনে হয় না যে এই ম্যাচ আলদা। বাইরে যে পরিস্থিতি তৈরি হয়, সেটা ক্রিকেটারদের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু ক্রিকেটারদের তাতে ভেসে যাওয়া উচিত নয়। উপভোগ করা উচিত। সেটাই আমাদের কাজ।’

গত বছর ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারত। মেলবোর্নের সেই ম্যাচের সাক্ষী ছিলেন কোটি কোটি মানুষ। এমন একটি ম্যাচে পাকিস্তানের ১৫৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। বিরাট অপরাজিত ছিলেন ৫৩ বলে ৮২ রান করে। সেই ম্যাচের কথা ভুলতে পারেননি বিরাট। নিজের সেই ম্যাচের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘২৩ অক্টোবর, ২০২২ দিনটা আমার হৃদয়ের খুব কাছের। কোনো ক্রিকেট ম্যাচ খেলতে নেমে এত তরতাজা বোধ করিনি। কী দারুণ একটা সন্ধ্যা ছিল!’

বিরাট এখন বিশ্রামে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলার পর তাকে বিশ্রাম দেয়া হয়েছে। এশিয়া কাপে খেলবেন তিনি। ৩০ অগস্ট থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। ভারত প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর।

 

Exit mobile version