Site icon The Bangladesh Chronicle

ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় জামিন পেলেন বিচারপতি মানিক

ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় জামিন পেলেন বিচারপতি মানিক

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন। তবে জামিন পেলেও জেল থেকে সহসাই মুক্তি পাচ্ছেন না সাবেক এ বিচারপতি। অন্য মামলায় তাকে কারাগারেই থাকতে হবে। 

সিলেট সদর কোর্ট ইন্সপেক্টর মো. জমশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হয়।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের দনা সীমান্ত থেকে  আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় হামলার শিকার হন তিনি। পরে কারাগার থেকে ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন মানিক।

samakal

Exit mobile version