Site icon The Bangladesh Chronicle

ভারতের বিধ্বস্ত হওয়ার দিন

ভারতের বিধ্বস্ত হওয়ার দিন – ছবি : সংগৃহীত

লিডস টেস্টের প্রথম দিনটা পুরোপুরি ইংল্যান্ডের। ভারতকে বিধ্বস্ত করে দিন শেষে দেখা মিললো দুই ওপেনারের দায়িত্বশীল ইনিংস। ৭৮ রানে অল আউট যেখানে ভারত, সেখানে দিন শেষে ইংল্যান্ডের স্কোর ১২০/০। দুই চিত্রতে রাজ্যের তফাত।

আর এমনটি হয়েছে ইংল্যান্ডের দুরন্ত বোলিংয়ে। বিশেষ করে পেস তোপ ছিল দেখার মতো। যাতে করেই হুড়মুড়িয়ে পড়ে ভারতের ইনিংস। টপ অর্ডারের চার ব্যাটসম্যানের বিদায়ের পরও অনেকে আশায় ছিলেন বড় জুটি হবে, ভারত কাটিয়ে উঠবে বিপর্যয়। কিন্তু তা আর হয়নি। পরের সব ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। ক্রিজে টিকতে আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি।

শুরুর দিকে বল হাতে অ্যান্ডারসন দাগান তোপ। শেষের দিকে কুরান ও ওভারটনে বিধ্বস্ত ভারত। ভারতের ইনিংসে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন দুজন, রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮)। ১০ বলে ৮ রান করে অপরাজিত থাকেন পেসার শ্রীশান্ত। বল হাতে ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটন। দুটি করে উইকেট পান রবিনসন ও কুরান।

প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দিন শেষে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ৪২ ওভারে দলটির সংগ্রহ ১২০ রান। ১৩০ বলে ১১ চারে ৬০ রানে অপরাজিত হাসিব মাহমুদ। ১২৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ররি বার্নস।

Exit mobile version