Site icon The Bangladesh Chronicle

ভারতের ফাইনাল খেলার যোগ্যতাই নেই : শোয়েব আখতার

ভারতের ফাইনাল খেলার যোগ্যতাই নেই : শোয়েব আখতার – ছবি : সংগৃহীত

খুব করে চেয়েছিলেন ভারত-পাকিস্তান ফাইনাল হোক। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েব আখতার এক ভিডিও বার্তায় প্রকাশ্যেই বলেছিলেন, ‘ভারতকে বলছি, আমরা মেলবোর্ন পৌঁছে গেছি। আমরা আপনাদের অপেক্ষায় আছি। আপনারাও চলে আসুন। ইংল্যান্ডকে হারিয়ে আপনারাও মেলবোর্নের টিকিট কাটুন।’

কেন ভারতকে প্রতিপক্ষ হিসেবে চেয়েছিলেন, তাও খোলাসা করে বলেছিলেন শোয়েব, ‘আমি চাই ভারত–পাকিস্তান ফাইনাল হোক। আরো অন্তত একটি ফাইনাল হোক দুই দলের। গোটা পৃথিবী এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ তবে সবাই চাইলেও আর তা হয়নি। শোয়েব আখতারের আশাও আর পূরণ হয়নি। ইংল্যান্ডের কাছে অনেকটা অসহায় আত্মসমর্পণ করেছে ভারত।

ভারতের এমন হারার কারণ হিসেবে যখন নানাজন নানান কথা বলছেন, তখন শোয়েব আখতার সরাসরিই প্রশ্ন তুললেন ভারতের যোগ্যতা নিয়ে। প্রশ্ন তুলেছেন রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও। সেমিফাইনালে ভারতের খেলা দেখে হতাশ শোয়েব বলেন, ‘ভারতের এই দলের ফাইনাল খেলার যোগ্যতাই নেই।’ আর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘নিউজিল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়াকে অন্তর্বর্তী অধিনায়ক করা হয়েছে। তাকেই টি-টোয়েন্টিতে স্থায়ী অধিনায়ক করে দেয়া উচিত।’

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারতের এই হারটা খুব হতাশাজনক। অত্যন্ত খারাপ খেলেছে। ওরা হেরে যাওয়ারই যোগ্য। ফাইনালে ওঠার যোগ্যতাই নেই এই দলের। ভারতের হারটা খুব খারাপ। ওদের বোলিংয়ের দুর্দশা প্রকট হয়ে উঠেছে। এই ধরনের পরিবেশে দ্রুতগতির বোলার দরকার হয়। ভারতের একজনও দ্রুত গতির বোলার নেই।’

 

Exit mobile version