ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা আগামী শনিবার ঢাকায় আসছেন। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দিনক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি সফরে আসছেন। আজ বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রথম আলোকে বলেন, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা এক দিনের সফরে এপ্রিল ২০ ঢাকায় আসছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিনয় কোয়াত্রা ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করবেন।
আগামী জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত ছিল। এখন প্রধানমন্ত্রীর পরিকল্পিত ওই সফর পিছিয়ে জুলাইয়ে আয়োজন করতে চাইছে ভারত। ঢাকা সফরের সময় বিনয় কোয়াত্রা এটি বাংলাদেশের কাছে তুলে ধরবেন।
বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি শেখ হাসিনার প্রথম ভারত সফর হবে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের দুই শীর্ষ নেতার আলোচনার অন্যতম বিষয় হবে তিস্তার পানি বণ্টন চুক্তি। অভিন্ন নদীটির পানি বণ্টনের পাশাপাশি তিস্তাকে ঘিরে বৃহদায়তন পরিকল্পনার প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।
প্রসঙ্গত, এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর ভারত চাইছে বেইজিং যাওয়ার আগে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফরটি হোক দিল্লিতে। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে এই বার্তাই দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফরটি চীন নয়, ভারতে হবে।
prothom alo