Site icon The Bangladesh Chronicle

ভারতীয় ফুটবলে আবারও ফিফার লাল কার্ডের আশঙ্কা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইআইএফ)। নতুন সংবিধান প্রণয়ন এবং নির্বাচন আয়োজনের জন্য সংস্থাটিকে কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ফিফা এবং এএফসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ভারতের পতাকা

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে এআইআইএফকে অবশ্যই নতুন সংবিধান চূড়ান্ত করে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে বিষয়টি ফিফার সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে, যার চূড়ান্ত পরিণতি হতে পারে নিষেধাজ্ঞা। ফিফার মতে, ২০১৭ সাল থেকে বিষয়টি ঝুলে থাকায় ভারতীয় ফুটবলে একটি ‘অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা’ তৈরি হয়েছে।

ফিফা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ফেডারেশনকে স্বাধীনভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভারত সরকারসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এআইআইএফকে নিষিদ্ধ করেছিল ফিফা। তখন সুপ্রিম কোর্ট নিয়োজিত একটি কমিটি ফেডারেশনের দায়িত্ব পালন করছিল। যদিও ১৫ দিন পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হন।

পুরোনো সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এআইআইএফ সভাপতি কল্যাণ চৌবে ফিফার পাঠানো চিঠিটি সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবেন। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকেও বিষয়টি অবহিত করা হবে। এরপর আদালতের কাছে দ্রুত রায় ঘোষণার জন্য অনুরোধ জানাবেন তিনি।

সংবিধান নিয়ে মামলাটি ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি শীর্ষ আদালত জানিয়েছে, তাদের রায় প্রস্তুত, তবে ভারতের নতুন ক্রীড়ানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান তৈরির বিষয়টি নিশ্চিত করতে রায় প্রদানে বিলম্ব করা হচ্ছে।

Exit mobile version