Site icon The Bangladesh Chronicle

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান গণ অধিকার পরিষদের একাংশের

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালভার্ট সড়ক হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় দলটি প্রচারপত্র বিতরণ করে
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালভার্ট সড়ক হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় দলটি প্রচারপত্র বিতরণ করেছবি: সংগৃহীত

ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেছে গণ অধিকার পরিষদ (মশিউজ্জামান-ফারুক)। একই সঙ্গে গত ৭ জানুয়ারির নির্বাচন বাতিল চেয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কালভার্ট সড়ক হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় দলটি প্রচারপত্র বিতরণ করে।

প্রচারপত্র বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেন, ‘আমরা গণ অধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছি। আমরা এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে কাজ করছি। আগামী ঈদ হবে বাংলাদেশের জনগণের ঈদ।’

সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের ফারুক হাসান, তারেক রহমান। উপস্থিত ছিলেন আতাউল্লাহ, ইমামউদ্দিন, আরিফ বিল্লাহ, সাকিব হোসাইন প্রমুখ।

Prothom Alo

Exit mobile version