Site icon The Bangladesh Chronicle

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। – ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সফরের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছিলেন যে তার সরকার বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে না। কিন্তু ভারতীয় মিডিয়া তা করছে। তাদের সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করে না।

অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় আন্তর্জাতিক সাংবাদিকরা ইউনূস ও তার সরকারকে ভালোভাবে চেনেন বলে জানিয়ে ভারতীয় মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে সে বিষয়ে কথা বলেছেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

 

Exit mobile version